শনিবর, ২৮ িসেম্র ২০২৪, সময় : ০৩:৩১ am
আন্তর্জাতিক ডেস্ক :
গত ২৬ নভেম্বর পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। যার নেতৃত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আর সেই বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগে বুশরা বিবির নামে মামলা হয়েছিল। যে মামলায় আজ ইমরানপত্নীকে অস্থায়ী জামিন দিয়েছেন ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত।
ডিউটি জজ শাবির ভাট্টি আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বুশরা বিবির অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
এর আগে ২৬ নভেম্বর বিক্ষোভের বিষয়ে দায়ের তরনল ও রমনা থানায় দায়ের করা মামলায় অস্থায়ী জামিনের আবেদন করেন বুশরা বিবি।
পরিপ্রেক্ষিতে এই জামিন মঞ্জুর করেন শাবির ভাট্টি। তবে জামিন পেতে প্রত্যেককে ৫০ হাজার টাকার জামানত বন্ড জমা দিতে হয়েছে। এ সময় বুশরা তার আইনি দলের সঙ্গে বিচারের জন্য আদালতে হাজির হন।
উল্লেখ্য, বুশরা বিবির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো পিটিআইয়ের বিক্ষোভের সময় কথিত লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। জানুয়ারিতে আরও শুনানি নিয়ে মামলাটি এগিয়ে যাওয়ার কথা রয়েছে। রা/অ