বৃহস্পতিবর, ২৬ িসেম্র ২০২৪, সময় : ১০:০৫ pm

সংবাদ শিরোনাম ::
ছয় মাসে ৯৯টি পল্লীবিদ্যুতে মিটার চুরি : জড়িত অফিসের জনবল ইমরান খানের স্ত্রী বুশরাকে জনগণের বিক্ষোভে অস্থায়ী জামিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালে অধিনায়ক থাকছেন তামিমই ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান ‘দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন’ গোদাগাড়ীতে ছাত্রনেতা টমাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী যারা বিগত নির্বাচন বিতর্কিত করেছেন, তাঁদের ক্ষমা নেই : নির্বাচন কমিশন তানোরে ছেলেদের নামে জমি না দেবায় পিতা-মাতাকে মারপিট! হাসপাতালে ভর্তি নাচোলে পৌরসভার সাবেক প্যানেল মেয়র সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারায় নাসা বাংলাদেশ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ষড়যন্ত্র থেকেই সচিবালয়ে অগ্নিকাণ্ড : উপদেষ্টা আসিফ মাহমুদ আল্লামা শিঙ্গাইরকুড়ী ছাহেব ক্বিবলাহ (রহ.) এর ৪৪তম ঈসালে সাওয়াব মাহফিল প্রায় সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সচিবালয়ের আগুন গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট নগরীতে সুইটমিট দোকানে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা তানোরে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই তানোরে ‘বড়দিন’ উদযাপনে ইউএনও’র কুশল বিনিময় ও শুভেচ্ছা তানোরে সার্কেল এএসপির গীর্জা পরিদর্শন ও কুশল বিনিময় পবায় বাসসের সভাপতি দুলাল ও সম্পাদক পলাশ মোহনপুরে চিরকুট লিখে চারটি বৈদ্যুতিক মিটার চুরি
তানোরে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই

তানোরে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনে দুটি দোকান পুড়ে ছাঁই

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর সদরে অবস্থিত পাবলিক টয়লেটের পাশে একটি সিল তৈরির মেশিন ও কম্পিউটারসহ পান দোকানে বিদ্যুতের শর্টসার্টিফিকেট আগুন লেগে দুটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। আজ বুধবার ২৫ ডিসেম্বর দুপুর পৌনে ১টার দিকে তানোর থানামোড়ে অবস্থিত পাবলিক টয়লেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত সিল কম্পিউটার মালিক প্রতিবন্ধী বিউটি আকতার। তবে, পান দোকানী ব্যবসায়ী ইনসান আলীর ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরের দিকে পাবলিক টয়লেটের সামনে অবস্থিত তানোর সদরের হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা মৃত নুর মোহাম্মদের মেয়ে প্রতিবন্ধী বিউটি আকতারের সিল তৈরির ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটারসহ বিভিন্ন মালামাল ছিল। এছাড়াও পাশে ইনসান আলীর পানের দোকান রয়েছে। দুপুরে এ দুটি দোকান বন্ধ ছিল। এসময় পাশে অবস্থিত বিদ্যুতের খুটিতে হঠাৎ শর্টসার্টিফিকেট আগুন লেগে বিকট শব্দ হয়। মূহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরিস্থিতি বেগতিক লক্ষ্য করে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস অফিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরআগে দুটি দোকানের সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিবন্ধী বিউটি আকতার এসে আগুনের ঘটনা দেখে কান্নাকাটি করে জানান, তার দোকানে সিল তৈরির কম্পিউটার পিসি, মনিটর, সিলের মেশিন, চার্জার ফ্যান, চেয়ার টেবিল ও বেঞ্চসহ সাড়ে ৩ লক্ষ টাকা মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। তার কর্ম প্রতিষ্ঠান এভাবে পুড়ে ছাঁই হওয়ায় তিনি পথে বসে গেছেন। তিনি ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

এব্যাপারে তানোর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাসেদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তার অফিসের লোকজন পৌঁছার আগেই দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি।

তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে দোকান ভষ্মিভুত ব্যাপারে তিনি অবগত নন। যদি এমন দূর্ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হন, আবেদন করা হলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.