বুধবা, ২৫ িসেম্র ২০২৪, সময় : ১১:৪৫ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত নেতা ডা. এম. এ. বারীকে এমপি হিনাবে দেখতে চান বাগমারাবাসী। চিকিৎসা সেবার পাশাপাশি ধর্মীয় জনসভা ও তাফসিরুল কোনআন মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহন করে ও আর্থিকভাবে সহযোগীতা করে ইতোমধ্যেই তিনি সকলের মন জয় করেছেন। চিকিৎসা সেবার মাধমে ডা. এম. এ. বারী শিক্ষক, কৃষক, ব্যবসায়ি, শ্রমিক. রিক্সাচালক ও ভ্যানচালকসহ সকল শ্রেণী- পেশার মানুষের কাছে একজন আদর্শবান ব্যক্তি হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
সনামধন্য ও আদর্শ চিকিৎসক হিসাবে ডা. এম. এ. বারী একদিকে যেমন স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে অতি সহজে সকলের মন জয় করতে সক্ষম হয়েছেন, অন্যদিকে একজন ভাল ও দক্ষ চিকিৎসক হিসাবে তার যথেষ্ঠ সুনাম রয়েছে আত্রাই ও দুর্গাপুরসহ পুরো বাগমারা উপজেলাজুড়ে। চিকিৎসা সেবার মাধ্যমে মানবসেবা ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহন করে আর্থিকভাবে সহযোগীতা করাসহ বিভিন্ন অবদানের জন্য বাগমারার সর্বস্তরের মানুষ আগামী জাতীয় নির্বাচনে ডা. এম. এ. বারীকে এমপি হিসাবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
এ প্রসঙ্গে তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জুবায়ের মোহাম্মদ কিবরিয়া, ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম আজম ও সূর্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমরান আলী শেখ বলেন, দলের তৃণমূল নেতা-কর্মিরা আগামী জাতীয় নির্বাচনে ডা. এম. এ. বারীকে জামায়াতের একক প্রার্থী হিসাবে দেখতে চান। কারণ রাজনৈতিক জীবনে তিনি একজন সাদা মনের মানুষ। ধনী-গরীব সবাই তার কাছে সমান।
চাঁনপাড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক তোফাজ্জল হোসেন, হাটগাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুলের প্রধান শিক্ষক আসাদুল্লাহ ও হাট গাঙ্গোপাড়া বি,এম কলেজের ইংরেজী প্রভাষক বাবুল হুসাইন জানান, ডা. এম. এ. বারী একজন শিক্ষানুরাগী আলোকিত মানুষ। তার নেতৃত্বে বাগমারায় জামায়াতের সংগঠন বেগবান, সুসংগঠিত, শক্তিশালী ও নিয়ন্ত্রনে রয়েছে। কাজেই জামায়াতের সংগঠন আরো নিয়ন্ত্রিত ও গতিশীল করতে ডা. এম. এ. বারীর কোনো বিকল্প নেই। তাছাড়া চিকিৎসা সেবার মানবৃদ্ধিসহ বাগমারার সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাগমারা গড়ার লক্ষ্যে আমরা জামায়াত নেতা ডা. এম. এ. বারীকে এমপি হিনাবে দেখতে চাই।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ডা. এম. এ. বারী বলেন, চিকিৎসা সেবা, কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বর্তমানে বিরাজমান সদস্যাগুলোর সমাধানের মাধ্যমে আমি বাগমারার অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এ জন্য বাগমারাবাসীর দোয়া ও সার্বিক সহযোগীতা চাই। রা/অ