বুধবা, ২৫ িসেম্র ২০২৪, সময় : ১২:০৯ pm

সংবাদ শিরোনাম ::
সরাসরি জাহাজ আসছে পাকিস্তান থেকে, আমদানি বেড়েছে ২১ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ এলসি স্থগিত, শিগগিরই কাটছে না সার সংকট রাজশাহীতে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন আরএমপির মাসিক কল্যাণ সভা আরএমপিতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত বিনাবেতনে শিক্ষা বিস্তারে তানোরে প্রতিবন্ধী প্রাক-প্রাথমিক কেন্দ্রের উদ্ধোধন গোদাগাড়ীতে জরিপে গিয়ে অবরুদ্ধ ১০ সার্ভেয়ার, মুচলেকায় মিলে ছাড় নাচোলে ছুরিকাঘাতে নিহতরা স্কুলছাত্র ও প্রতিবন্ধী শিশু, ছাত্রলীগ কর্মী নয় গোদাগাড়ীতে বিজয় দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি জামায়াত নেতা ডা. বারীকে এমপি হিসেবে দেখতে চান বাগমারাবাসী রাকাবের প্রধান শাখায় বিএনপি-জামায়াতপন্থি দুটি গ্রুপের মধ্যে হাতাহাতি তানোরে বলপ্রয়োগে পুকুরে মাছ ধরার প্রতিবাদে প্রতিপক্ষের হামলা! থানায় অভিযোগ বইছে মৃদু শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৯ ডিগ্রি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন দুর্গাপুরে অসহায় নারী ও শিশুদের মাঝে ইউএনওর শীতবস্ত্র উপহার কুমিল্লার চৌদ্দগ্রামে হেনস্তার শিকার সেই বীর মুক্তিযোদ্ধা বাড়ি ছেড়েছেন দুর্গাপুরে বিএনপি নেতা জার্জিসের উদ্যোগে শীতবস্ত্র উপহার চাঁদপুরে মেঘনা নদীতে বিসিআইসির সার বোঝায় জাহাজে সাতজন খুন তানোরে ব্যাংকে দ্বিতীয় স্ত্রীর নোমিনী জালিয়াতিতে বঞ্চিত প্রথম স্ত্রী
তানোরে ব্যাংকে দ্বিতীয় স্ত্রীর নোমিনী জালিয়াতিতে বঞ্চিত প্রথম স্ত্রী

তানোরে ব্যাংকে দ্বিতীয় স্ত্রীর নোমিনী জালিয়াতিতে বঞ্চিত প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে প্রয়াত এক স্কুল শিক্ষকের দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে জালিয়াতিতে অবসর ভাতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এতে প্রথম স্ত্রীর পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এ ঘটনায় প্রয়াত শিক্ষক এনামুল হকের প্রথম স্ত্রীর পুত্র সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদি হয়ে সম্প্রতি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), তানোর থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এছাড়াও অভিযোগের অনুলিপি জেলা শিক্ষা কর্মকর্তা, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও সোনালী ব্যাংক তানোর শাখা ব্যবস্থাপক বরাবর প্রেরণ করা হয়েছে। সহকারী শিক্ষক এনামুল হকের প্রথম স্ত্রী সেফালি বেগমের এক পুত্র ও এক কন্যা এবং দ্বিতীয় স্ত্রী লাইলী বেগম বেগমের এক পুত্র ও এক কন্যা রয়েছে।

জানা গেছে, উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক সোনালী ব্যাংক তানোর শাখায় একটি হিসাব নম্বর খোলেন। যেখানে তার দ্বিতীয় স্ত্রী লাইলী বেগমকে নমিনি করা হয়। এদিকে ২০২০ সালের ১২ এপ্রিল এনামুল মারা যায়। তিনি যাবার তার পর দুই স্ত্রীর সমন্বয়ে তার অবসর ভাতা ও কল্যাণ তহবিলের টাকা উত্তোলনের কথা ছিল সেটা স্কুলের সকল স্টাফ জানে। স্থানীয় সালিশ বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সোহানুল হক পারভেজ অভিযোগ করে বলেন, উপজেলার মোহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম (ধর্ম বিষয়ক) ও আন্জুর রশিদ (বি-কম) বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে জাল কাগজপত্র তৈরীতে সহায়তা করেন এবং সোহানুল হক পারভেজের নামে লাইলী বেগমকে দিয়ে মিথ্যা মামলা করেন। তাদের যোগসাজশে দ্বিতীয় স্ত্রী লাইলী বেগম ভুয়া কাগজপত্র দিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করেছেন। এছাড়াও এসব টাকা উত্তোলনের জন্য প্রয়াত এনামুল হকের হিসাব নম্বরটি বন্ধ করে তার দ্বিতীয় স্ত্রী লাইলি বেগম ওয়ারিশদের ফাঁকি দিতে কৌশলে নিজের নামে একটি হিসাব নম্বর খোলেন যাহার নাম্বার (৪৬২৩৫০১০২৪০৮১)।

এবিষয়ে প্রয়াত এনামুল হকের দ্বিতীয় স্ত্রী লাইলী বেগম বলেন, আমার নামে নোমিনী করা আছে তাই অবসরকালীন ভাতার টাকা আমি সকল নিয়ম মেনে উত্তোলন করেছি ওয়ারিশ অনুযায়ী তারা টাকা পাবে কিন্তু আমি তাদেরকে টাকা দেবনা বলে দমভক্তি প্রকাশ করেন ।

এনিয়ে প্রয়াত এনামুল হকের প্রথম স্ত্রীর বড় পুত্র সোহানুল হক পারভেজ বলেন, ওয়ারিশগনের মধ্য যেন অবসর কালীন ভাতার টাকা সুষ্ঠভাবে বন্টন করা হয়। তা না হলে তার বাবার বাড়ি জব্দ করা হোক এর জন্য তিনি উর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে উপজেলা মোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, সহকারী শিক্ষক আনজুর রশিদ ও শফিকুল ইসলামের মদদে এ জালিয়াতি করা হয়েছে এবং পারভেজের নামে চেকের মিথ্যা মামলা করা হয়েছে । তিনি এই দু’শিক্ষকের শাস্তির দাবি করে বলেন, ব্যাংক ম্যানেজারও এই দায় এড়াতে পারে না। ওই দুই শিক্ষক বড় অঙ্কের টাকা ঘুষ নিয়ে জালিযাতিতে সহযোগীতা করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, প্রধান শিক্ষক রমজান আলী এই দূর্নীতির সাথে জড়িত। তিনি বাজে লোক, তাকে গাছে বেঁধে পিটানো উচিত।

তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.