রবিবর, ২২ িসেম্র ২০২৪, সময় : ০৭:১৫ am
মাহবুব আলম (নিজস্ব প্রতিবেদক) তানোর :
ঘুষ, চাঁদাবাজ, সন্ত্রাস ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি জননেতা অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, দল-ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার। আমরা এমনটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন বৈষম্য থাকবেনা। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমরা সেই তারুণ্য নির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবো।
তিনি আরও বলেন, একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে একজন নাগরিকের পূর্ন অধিকার ভোগ করবে। বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন ও গুম উপহার দিয়েছে। যার ফলশ্রুতিতে ছাত্র-জনতার আন্দোলনে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। যারা অপরাধ করেছে, দূর্নীতি করেছে, লুটপাট করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, মানুষকে হত্যা করেছে, লাশের মিছিল তৈরি করেছে, আয়নাঘর বানিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবেনা। আজ ২১ ডিসেম্বর শনিবার পড়ন্ত বিকেলে রাজশাহীর তানোর উপজেলা সদরে অবস্থিত গোল্লাপাড়া ফুটবল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমির মাওলানা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী ডিএম আক্কাছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য মাওলানা মো. আমিনুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জামায়াতের শিক্ষা বিভাগের জেলা সভাপতি ড. মো. ওবাইদুল্লাহ, সাবেক চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য মো. জালাল উদ্দিন, ওলামা বিভাগের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, তানোর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. আনিসুর রহমান ও রাজশাহী জেলা শিবিরের সভাপতি রমজান আলী বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওলামা বিভাগের তানোর উপজেলা শাখার সভাপতি মাওলানা কাজী মিজানুর রহমান, তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মো. আফজাল হোসেন, সেক্রেটারী মো. জাকারিয়া হোসেন, তানোর উপজেলার রিক্সা-ভ্যান কল্যাণ সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান মিজান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের তানোর পৌর শাখার সভাপতি মো. আজাহার আলী সরদার, মুন্ডুমালা পৌর শাখার সভাপতি মো. আব্দুস শুকুর ও সরনজাই ইউনিয়ন শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
এছাড়াও তালন্দ ইউনিয়ন শাখার সভাপতি মো. আলফাজ হোসেন, কামারগাঁ ইউনিয়ন শাখার সভাপতি মো. দুলাল উদ্দিন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শাহিন আলম, বাধাইড় ইউনিয়ন শাখার সভাপতি কাজী মো. এনায়েতুল্লাহ, কলমা ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল করিম ও পাঁচন্দর ইউনিয়ন শাখার সভাপতি মো. সাদিকুল ইসলামসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কর্মী সম্মেলন জনসমুদ্রে রুপ নেয়। রা/অ