রবিবর, ২২ িসেম্র ২০২৪, সময় : ০৭:৩৬ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও ১২৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মো: শফিকুল ইসলাম (৩৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।
শুক্রবার দিবাগত রাত ৮ টার সময় ডিবি পুলিশের টিম শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শফিকুলকে গ্রেপ্তার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। আসামি শফিকুলের কাছ থেকে ৫ লিটার চোলাইমদ এবং পলাতক আসামির বাড়ি থেকে ১২০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ উদ্ধার হয়। পলাতক আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রা/অ