মঙ্গবার, ১৭ িসেম্র ২০২৪, সময় : ১০:২৭ pm

সংবাদ শিরোনাম ::
বিজয় দিবস উপলক্ষে নাচোলে ‘আশা’র ফ্রি-মেডিকেল ক্যাম্প রাজশাহীতে আ.লীগ-শ্রমিকলীগের নেতাসহ গ্রেপ্তার ৭ সিএনজি স্ট্যান্ডে বাস শ্রমিকদের হামলা-ভাঙচুর চালক-যাত্রীসহ আহত ১০ নগরীতে সিএনজি চালক ও বাস শ্রমিকদের সংঘর্ষে আহত ১০ ভারতের দাসত্ব আর করবেনা বাংলাদেশ! বিএনপি নেতা শরিফ উদ্দিন তানোরে বিএনপি নেতা মিজানের বহিষ্কার চান দলীয় নেতাকর্মীরা এশিয়াকাপে মালয়েশিয়াকে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজশাহীতে জামায়াতের বিজয় র‌্যালি ও আলোচনা সভা এবার সিএনজি শ্রমিকদের হামলার পর রাজশাহীর সবরুটে বাস বন্ধ নানান আয়োজনে নগরীতে মহান বিজয় দিবস উদযাপিত দেশের উত্তরে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-বাংলাদেশ বিস্ফোরক-চাঁদাবাজির মামলায় মেয়র ও ভাইস চেয়ারম্যান গ্রেফতার নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত নাসিরগঞ্জ কলেজের অধ্যক্ষের পদত্যাগ প্রসঙ্গে নবনিযুক্ত অধ্যক্ষ রনির বক্তব্য তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : মেজর জেনারেল শরীফ উদ্দীন দুর্গাপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন তানোরে শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবসের র‌্যালি ও আলোচনাসভা নাচোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ
ভারতের দাসত্ব আর করবেনা বাংলাদেশ! বিএনপি নেতা শরিফ উদ্দিন

ভারতের দাসত্ব আর করবেনা বাংলাদেশ! বিএনপি নেতা শরিফ উদ্দিন

ভ্রাম্যমান প্রতিবেদক :
ভারতের দাসত্ব আর করবেনা বাংলাদেশ। তাদের সাথে সম্পর্ক থাকবে ন্যায্য তার ভিত্তিতে। ভারত যেন মনে না করে যে বাংলার মানুষ বোকা আছে। ভারত বাড়াবাড়ি করলে বাংলাদেশও উচিত জবাব দিবে। কারন বাংলার মানুষ আজ এক কাতারে এসেছে। বিগত সরকার ভারতের গোলামী করেছে। কিন্তু সেই গোলামী বাংলার মানুষ করতে রাজি নয়। ভারত আমাদের প্রতিবেশি রাস্ট্র, সে হিসেবে তাদের সাথে আমাদের যেমন বন্ধু সুলভ আচরণ থাকবে ঠিক তেমনি ভাবে ভারতও যেন বন্ধু প্রতিবেশির মত আচরণ করে।

প্রয়াত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও প্রয়াত একে ফজলুল হকের কথা তুলে ধরে তিনি আরো বলেন, ভারতের দাসত্ব করলে বাংলাদেশের অস্তিত্ব থাকেনা। আমরা বন্ধু সুলভ আচরণ করব আর তারা সীমান্তে পাখির মত গুলি করে মানুষ মারবে। অপপ্রচার করবে সেটা আর হতে দেয়া হবে না। বিএনপির ৩১ দফা রাস্ট্র সংস্কারে রাজশাহীর তানোরে কর্মী সভায় উপরোক্ত কথাগুলো বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) এবং রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের কান্ডারী শরিফ উদ্দিন।

মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার তালন্দ ইউপির বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে লালপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কর্মী সভা হয়। ওই সভায় উপরোক্ত কথা তিনি। উপজেলার তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য শামসুদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক জিল্লুর রহমান নান্নুর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

শরিফ উদ্দিন বলেন, রাস্ট্র সংস্কারের ৩১ দফা বিগত দুই বছর আগে বিএনপি দিয়েছে। সুতরাং এটাই বড় সংস্কার। বর্তমান সরকার কে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান। নচেৎ ফ্যাসিস্ট স্বৈরাচারদের ষড়যন্ত্র বন্ধ হবেনা। নির্বাচন দিতে যত দেরি হবে তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে তারা। তাদের কে দমন করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। তা না হলে পার্শ্ববর্তী দেশে থেকে ষড়যন্ত্র বন্ধ হবেনা। নেতাকর্মীদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য অটুট ভাবে ঐক্য ধরে রেখে কাজ করারও আহবান জানান তিনি।

বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যেতে চায় না। সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সম্পাদক চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন। উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সভাপতি সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম ছাড়াও সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।

এছাড়াও তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব আতাউর রহমান, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, বিএনপি নেতা প্রভাষক মফিজ উদ্দিন, সাবেক ছাত্রদলের নেতা সুলতান আহমেদ, পাঁচন্দর ইউপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম, ইউপি বিএনপি নেতা সাইদুর রহমান, কামরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, সাবেক কৃষকদলের পৌর সদস্য সচিব আফজাল হোসেন, বর্ষীয়ান নেতা গোলাম মোস্তফা, সাবেক মেম্বার সাজ্জাদ ও গোলাম রাব্বানী প্রমুখ। এসময় তালন্দ ইউপির নয় ওয়ার্ডসহ উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.