শুক্রবার, ২৭ িসেম্র ২০২৪, সময় : ০৫:১৭ am
বিশেষ প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামে মহাসড়কের ধারে গাঁজা নামক মাদকের রমরমা বাণিজ্য চলছে হারহামেসায়। দিনে-দুপুরে মহাসড়কে ট্রাক, সিএনজি, অটোরিকশা ও ভ্যান পার্কিং করে মাদক কিনছেন সেবনকারিরা। রোববার ২৫ নভেম্বর দুপুরে এমন দৃশ্য চোখে পড়ে। পরে ৮ ডিসেম্বর এ প্রতিবেদকের আবারও অনুসন্ধানে এমন মাদক ব্যবসার রমরমা বাণিজ্যের সত্যতা মিলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সইপাড়া গ্রামের কাসেম খামারুরের ছেলে নজরুল ইসলাম, সামসাদ ইসলাম ও হুমায়ন হরহামেসায় মাদকের এই ব্যবসা করে আসছেন। থানা পুলিশ এদের আটক করলেও ২/১ দিন পর জামিনে বেরিয়ে এসে ফের ব্যবসায় জড়ান তারা।
সরেজমিনে সইপাড়া মোড় সংলগ্ম দুই পুকুরের মাঝ দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে সামনে গেলেই দেখা মেলে একসাথে তিনটি বাড়ি। বাড়ির গেটে টুকা দিলেই মেলে গাঁজার পুরিয়া। এক পুরিয়ার দাম রাখা হয় ১০০ টাকা। এ সবই হয় দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে। সইপাড়া মোড় সংলগ্ন হওয়ায় মোড় থেকেও দেখা যায় মাদক কেনা-বেচার অসহনীয় দৃশ্য।
অভিযোগ উঠেছে, রাস্তাটি দিয়ে পাড়া প্রতিবেশি মহিলাদের চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। সন্ধার পর মাদকসেবিরা রাস্তায় চলাচলের সময় মহিলাদের ইভটিজিং করে। মহিলাদের শরীরে হাত দেয়ারমত ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এই তিন মাদক ব্যবসায়ী পরস্পরে সম্পর্কে ভাই হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাইনা কেউ।
এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এমন মাদক ব্যবসা ব্যাপারে থানা পুলিশ অবগত নয়। তবে, মহাসড়কের ধারে সইপাড়া গ্রামে এমন গাঁজার ব্যবসা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। রা/অ