বৃহস্পতিবর, ০৫ িসেম্র ২০২৪, সময় : ০১:০৬ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমান আদালতে আব্দুল হাকিম নামে এক মাদক সেবীর ছয় মাসের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। আব্দুল হাকিম গণিপুর ইউনিয়নের তাহের একডালা গ্রামের মৃত হাতেম আলী ছেলে।
এর আগেও সে মাদক সেবন ও বিক্রির অভিযোগ পুলিশের হাতে আটক হয়েছিল। রোববার বিকেলে ভবানীগঞ্জ নিউমার্কেটে জনসম্মুখে প্রকাশ্যে মাদক সেবন করার সময় থানার পুলিশ তাকে হাতেনাথে আটক করে।
সন্ধ্যায় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতে সে নিজেকে মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনের কথা স্বীকার করে।
এরপর ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম তাকে ছয় মাসের কারাদন্ড দিয়ে তাৎক্ষনিকভাবে অর্থদন্ড কার্যকর করেন। রা/অ