শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৪ pm
এম এম মামুন :
রাজশাহী কলেজের সমন্বয়ক পরিচয় দেওয়া জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপর হামলার দায়ভার ছাত্রদলের উপর চাপানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মহানগর ছাত্রদল। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১ টার সময় নগরীর পদ্মা গার্ডেন সংলগ্ন কফিবার রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা হামলার ঘটনায় তাদের কোনোরকম সম্পৃক্ততা নাই বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করে রাজশাহী কলেজসহ রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে নিজেকে সমন্বয়ক হিসেবে দাবি করলেও, সে জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা। স্বৈরাচার সরকারের পতনের পর যে যার মতো সমন্বয়ক পরিচয় দিচ্ছেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া রাজশাহীতে কোনো সমন্বয়ক নাই। এখন যারা পরিচয় দিচ্ছেন তারা সবাই ভুয়া সমন্বয়ক।
তিনি আরও বলেন, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দুইটি গ্রুপ বিরোধে জড়ায়, একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। সে ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে চিহ্নিত জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানা রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন। তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় উক্ত ঘটনার রাজশাহী কলেজ ছাত্রদলের কোন নেতাকর্মী সম্পৃক্ত নয়। ছাত্রদলের সুনাম ও ঐতিহ্যে ঈর্ষান্বিত হয়ে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রানাকে দিয়ে এহেন ঘৃণ্য ও নেক্কারজনক ঘটনায় ছাত্রদলকে জড়ানো হয়। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে, গণঅভ্যুত্থান আন্দোলনে রাজশাহীতে অংশগ্রহণকারী আব্দুর রহিমের গণমাধ্যমে দেওয়া ভাষ্যমতে একটা গ্রুপ একজন ভুয়া সমন্বয়ক এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি করার চেষ্টা করছিল। ওই ভুয়া কেন্দ্রীয় সমন্বয়ক এর বাড়ি রাজশাহী। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাধারণ শিক্ষার্থীরা ওই ভুয়া সমন্বয়ককে গণপিটুনি দিয়ে তাড়িয়ে দেয়। উক্ত ঘটনার জের ধরেই জাসদ ছাত্রলীগের নেতা সোহেল রানার উপরে কে বা কারা হামলা করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার সৌরভ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুসহ মহানগর ও জেলার নেতা। রা/অ