শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১৩ am
মোস্তফা কামাল (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয় চত্ত্বরে বিনামুল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (১৪ নভেম্বর) সাঁকোয়া আল কোরআন কমপ্লেক্স অ্যান্ড ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করে দিনাজপুর গাওসুল আযম বিএনএস চক্ষু হাসপাতাল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃষ্টপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে মোহনপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা জিএএম আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
এতে বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর ভূমি অফিসের এসিল্যান্ড জুবাইদা সুলতানা, মোহনপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা অধ্যাপক আবদুল খালেক, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান, দিনাজপুর গাওশুল আযম বিএনএস চক্ষু হাসপাতালের পরিচালক শরিফুল ইসলাম ও বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এফএম ইসমাইল আলম আলহাসানী।
এছাড়াও মোহনপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম, মোহনপুর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি শাহ জামান, কেশরহাট বাজার বণিক সমিতির সভাপতি সাদ আক্কাস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমানসহ অনেকে।
ক্যাম্পেইনে মোট ৮৫০ রোগির রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। এদের মধ্যে ১৮০ জন রোগির অপারেশনসহ চিকিৎসা সেবার প্রদানের জন্য চুড়ান্ত করা হয়। রা/অ