শনিবর, ০৯ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৯ am

সংবাদ শিরোনাম ::
নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা দুর্গাপুরে নাশকতার মামলায় ছাত্রলীগের সভাপতি শাকিলসহ গ্রেপ্তার ৩ ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহী পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ নগরীতে নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে তুহিন গ্রেপ্তার রাজশাহীতে ঋত্বিক ঘটকের দেয়ালচিত্র মুছে ফেলার হুমকি অধ্যক্ষের তানোরে ‘রুলফাও’র আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা দুর্গাপুরে চাঁদাদাবির অভিযোগে যুবক গ্রেপ্তার তানোরে স্বামীর ওপর অভিমানে গলাই ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা দুর্গাপুরে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা

রাজধানীতে বিএনপির র‌্যালি ঘিরে কঠোর নিরাপত্তা

ডেস্ক রির্পোট :
বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা।

শুক্রবর দুপুর ২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করা হবে। পরে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে গিয়ে শেষ হবে। র‌্যালিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে বিএনপির কার্যালয়ের সামনে। তাদের সবার হাতে বিএনপির দলীয় পতাকা ও গায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের টিশার্ট।

সরেজমিনে দেখা গেছে, কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনে প্রবেশমুখের সড়কটিতে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে তার বিপরীত সড়কটি খোলা। এসব দেখভাল করছেন ট্রাফিকের সদস্যরা। পাশে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান। তার বিপরীত সড়কে শ্রম আদালত ভবনের সামনে একটি পিকআপে ভেতরে পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন। ওয়াকিটকি হাতে পুলিশের সদস্যরা বিএনপির র‌্যালিতে আসা কর্মীদের নানাভাবে সহযোগিতা করছেন।

শুধু নয়াপল্টন নয়, বিএনপির এই র‌্যালিকে কেন্দ্র করে ঢাকার বাংলামোটর, ফার্মগেট, শাহবাগ, মৎসভবন, কারওয়ানবাজার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় বাংলামোটরের ওভারব্রিজের পাশের ভবনের নিচে প্রায় অর্ধশতাধিক পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে কাকরাইল, ফার্মগেট ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকাতেও।

এদিকে র‌্যালিকে কেন্দ্র করে যাতে সড়কে নগরবাসীর যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেষ প্রান্ত পশ্চিমের মোড়ে ডাইভারশন দেওয়া হয়েছে। ফলে গাবতলি থেকে আসা গাড়িগুলো জাতীয় সংসদের সামনের সড়কে এসে ঘুরে সেদিকে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার হাসান বলেন, র‌্যালিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ যাওয়া পর্যন্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সূত্র : কালেরকণ্ঠ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.