শনিবর, ০৯ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৫ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে বে-সরকারি সংস্থা রুরাল আন্ডার প্রিভিলাইজ্ড এ্যান্ডল্যান্ডলেস ফারমার্স অর্গানাইজেশন (রুলফাও) এর আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দি সোয়ালেজ ইন ডেনমার্ক এর সহযোগিতায় ও রুলফাও প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এবং মো. আবদুল ওয়াহাব রিপন সমন্বয়কারী তানোর শাখার প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও মুক্ত আলোচনা করেন সহকারী প্রকল্প সমন্বয়কারী (মনিটরিং ইন ভ্যালুুশান) মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিকুর রহমান, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মিজান ও তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন।
এছাড়াও তানোর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন, বহরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, জুমারপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইউরেকা, বৈদ্যপুর দাখিল মাদ্রাসার সুপার মো. খুসবু আলীসহ তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রা/অ