মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১০:৫৩ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিকটা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে ভুক্তভূগীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় নাচোল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভূগি সহকারী শিক্ষক মোহাম্মদ সহিমুদ্দীন (ইসলাম ধর্ম), মোসা. কুলসুম খাতুন (আইসিটি) ও নৈশ প্রহরী মোস্তফা হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বিদ্যালয়টি ১৯৯৭ সালে স্থাপিত হয়ে ২০২২ সালের ৬ জুলাই এমপিও ভূক্ত হয়। উক্ত শিক্ষক-কর্মচারীগণ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কর্মরত রয়েছেন বলে দাবী করেন।
শিক্ষক-কর্মচারীদের ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্যমতে তাদের নাম অন্তর্ভূক্ত হলেও তাদের বেতনবিল এমপিওভূক্ত করার জন্য সহকারী শিক্ষক মোসা. কুলসুম খাতুন (আইসিটি) এর নিকট ৭০ হাজার ও মোহাম্মদ সহিমুদ্দীন (ইসলাম ধর্ম) এর নিকট থেকে ৯০ হাজার এবং নৈশ প্রহরী মোস্তফা হোসেনের নিকট থেকে ৬৫ হাজার টাকা প্রধান শিক্ষক শেফালী খাতুন ও তার স্বামী আব্দুস সামাদ গ্রহণ করেন।
কিন্তু প্রধান শিক্ষক শেফালী খাতুন নিজের বেতন-বিলের জন্য অনলাইন সাবমিট করলেও তাদের বেতন-বিলের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।
অপরদিকে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেফালী খাতুন সহকারী প্রধান শিক্ষক (বিজ্ঞান) পদে ছিলেন। ২০১৮ সালের ১৮ মে ব্যানবেইজ টিচার্স ডাটাবেইজ তথ্য মতে সহকারী প্রধান ও প্রধান শিক্ষক পদে একই তারিখে যোগদান রয়েছে। তিনি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) পদে রয়েছেন।
ভুক্তভূগীরা আরও উল্লেখ করেন, অদৃশ্য নিয়োগের ফলে প্রধান শিক্ষক সেজে শেফালী খাতুন অক্টোবর/২০২৪ তারিখে মাসিক বিল-বেতনের জন্য এমপিওভুক্তির আবেদন করলেও ভুক্তভোগী শিক্ষকদের নামের তালিকা পাঠানো হয়নি।
ভুক্তভোগী শিক্ষক কর্মচারীগণ তাদের বেতন বিল এমপিওভুক্তির দাবিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করেছেন। রা/অ