শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৬ am
নিজস্ব প্রতিবেদক :
সমন্বিত শিশু পুর্ণবাসন কেন্দ্র রাজশাহীর সেন্টার নাটোরে স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে ও মূলহোতা আওয়ামী ফ্যাসিবাদের দোসর কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন উপকারভোগী শিশুদের অভিভাবক, সমাজ সেবকসহ শিশুরা।
বৃস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় সমাজসেবক ওয়ালিউল হক বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু। রাজশাহী মহানগর জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক শাহীন আলীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন অভিভাবক শিরিলা হেম্ব্রম ও রোজিবা বেগম।
বক্তারা উল্লেখ করেন রাজশাহী একটি বিভাগীয় শহর। এই শহর থেকে কোন প্রতিষ্ঠান স্থানান্তর করতে দেয়া হবে না। পূর্বে রেলওয়ে স্টেশন, টিভি সেন্টার ও পোস্টাল একাডেমিসহ আরো কিছু কিছু প্রতিষ্ঠান ষড়যন্ত্র করে অন্য জেলায় নেয়ার পাঁয়তারা করা হয়েছিলো। সে সময়ে রাজশাহীর সুশিল সমাজ তা রুখে দিয়েছিলো। এবারও তাই করা হবে। আগামী সাত দিনের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর উপ-প্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে অপসারণের দাবি জানান। একই সাথে অত্র প্রতিষ্ঠান স্থানান্তরের প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানান হয়েছে। দাবিগুলো মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে হুঁশিয়ারী দেন বক্তৃতারা।
বক্তারা বলেন, দেশ আর আগের মত নেই। এখানে দূর্নীতির কোন সুযোগ নেই। এছাড়াও নগ্ন দলীয়করণ করার আর কোন স্কোপ নেই। কারন ছাত্র-জনতার আন্দোলনে দেশ আবারও নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু এখনো আওয়ামী লীগের প্রেতাত্তারা অনেক বড় বড় স্থানে বসে আছে। তারা তাদের অতীতের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদিকে অভিভাবকরা সমন্বিত শিশু পুর্ণবাসন কেন্দ্রটি রাজশাহী থেকে হস্তান্তর কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। মানববন্ধনে সমাজ সেবক, অভিভাবকসহ শিশুরা উপস্থিত ছিলেন। রা/অ