শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৭ am
এম এম মামৃুন :
দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কমিশনারের মধ্যস্থতায় বাস চলাচল শুরু হয়। রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি এ তথ্য নিশ্চিত করেছন।
শ্রমিক মারধরের জেরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসশ্রমিক নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। এরপর গত রোববার সকাল থেকে দুই জেলার মধ্যে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ৬০ কিলোমিটার দূরত্বের দুই জেলায় যাতায়াতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
শ্রমিকরা জানান, গত শনিবার রাতে রাজশাহীর একটি বাসে যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এক বাসশ্রমিক। তার কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ওই বাসের শ্রমিকদের মারধর করা হয়। ঘটনাটি সমাধানে গত রোববার দুই জেলার শ্রমিক নেতারা আলোচনায় বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকরা আশ্বাস দিয়েছিলেন, আর কাউকে মারধর করা হবে না। তবে, গত সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে আবারও ছয়জন শ্রমিককে মারধর করা হয়। এরপর থেকে রাজশাহী থেকে কোনো বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছিলেন না শ্রমিকরা। চাঁপাইনাবগঞ্জ থেকেও কোনো বাস যাচ্ছিল না রাজশাহীতে। যাত্রীদের যাতায়াত করতে হচ্ছিল অটোরিকশায়।
রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান আজ বুধবার দুপুরে দুই জেলার শ্রমিক নেতাদের নিয়ে তার কার্যালয়ে বসেছিলেন। তিনি সবাইকে কোলাকুলি করিয়ে দিয়েছেন। এছাড়া আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিকেল ৪টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। রা/অ