রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৪ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আ.লীগের সেক্রেটারী আব্দুল কাদেরকে প্রধান আসামি করে ও সাংগঠনিক সম্পাদক রয়াল বিশ্বাসসহ ২৬ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাগানের আম্রপালি, মাল্টা ও কলা গাছ কর্তন করার অভিযোগে এস্তাব আলী বাদী হয়ে ২০ অক্টোবর নাচোল থানায় মামলা করেন, মামলা নং ২০। মামলার এজাহার ভুক্ত ২জন আসামিক পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।
মামলার বাদী ফতেপুর ইউপির পাহাড়পুর গ্রামের মৃত সুলতানের ছেলে এস্তাব আলী কর্তৃক দায়ের কৃত এজাহার সূত্রে জানা গেছে,২০২৩ সালের ৪ মে বেলা ১১ টার দিকে ফতেপুর ইউপির মাড়কৈল মৌজার ১৭৪ খতিয়ানে ৩৮৫ দাগের আব্দুল কুদ্দুসের বর্গা চাষী এস্তাব আলীর ৩ বিঘার আম বাগানে আসামি আব্দুল কাদের ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এস্তাব আলী চাঁদা দিতে অস্বীকার করায় এজাহার ভুক্ত আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার বাগানের ১৭০টি আম্রপালি, ৮০টি মাল্টা ও ১৫০টি কলাগাছ কর্তন করেন। এর ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।
নাচোল থানার ওসি ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদী এস্তাব আলীর দায়ের করা মামলায় লোকমান ও ফরহাদ হোসেন সবুজকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রা/অ