শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৫ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ঢাকায়, কার্যালয় স্থাপনের সম্ভাবনা

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ঢাকায়, কার্যালয় স্থাপনের সম্ভাবনা

ডেস্ক রির্পোট :
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে। সফরে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি অন্যান্য উপদেষ্টা, সরকারের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্নজনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সফরে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস থেকে নিযুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন ভলকার টুর্ক। এ ছাড়া বাংলাদেশে একটি অফিস স্থাপন করতে চায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস। এ বিষয়ে বড় আকারে আলোচনা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার সঙ্গে ভলকার টুর্কের টেলিফোন আলাপ হয়। ওই আলাপে জুলাই ও আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বিষয়টি নিয়ে আলোচনা হয়।’

গত মাসে ভলকার টুর্কের ঢাকা সফরের একটি সম্ভাবনা ছিল কিন্তু পরে দুপক্ষের শিডিউল না মেলার কারণে তিনি আসেননি। তবে একই মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস এবং ভলকার টুর্কের বৈঠক হয় বলে তিনি জানান।

জাতিসংঘের মানবাধিকার অফিস পৃথিবীর ১৯টি দেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস রয়েছে। সংস্থাটির ওয়েবসাইট অনুযায়ী, ওই সব অফিস প্রধানত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সুরক্ষা, গবেষণা, সরকার, জাতীয় কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, ভুক্তভোগী এবং অন্য প্রাসঙ্গিক সহযোগীদের প্রযুক্তিগত সহযোগিতা প্রদান; সক্ষমতা বৃদ্ধি এবং জনসাধারণের প্রতিবেদনের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থা করে থাকে।

সাধারণভাবে অফিস খোলার জন্য যে দেশগুলোর সঙ্গে যে চুক্তি করা হয়, সেখানে যেকোনও স্থানে মানবাধিকার অফিসের অবারিত প্রবেশাধিকারের বিষয়টি উল্লেখ থাকে। এ ছাড়া অফিস চালানোর খরচ সংগ্রহ করা হয় অনুদানের মাধ্যমে।

বাংলাদেশ যদি অফিস খোলার অনুমতি দেয়, তবে সেটি হবে ২০তম অফিস।

স্পর্শকাতর বিষয় মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের হস্তক্ষেপ যেকোনও দেশের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর বিষয় কারণ জাতিসংঘ নিজে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যারা বৃহৎ শক্তির ইশারায় বেশির ভাগ সিদ্ধান্ত নিয়ে থাকে।

এ বিষয়ে সাবেক এক রাষ্ট্রদূত বলেন, ‘এটি কোনও গোপন বিষয় নয় যে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশ, যাদের সঙ্গে বড় শক্তিধর দেশের সম্পর্ক তেমন ভালো নয়, তাদের ক্ষেত্রে অনেক সময় মানবাধিকার ইস্যুকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।’

আওয়ামী লীগ বা বিএনপি– যে রাজনৈতিক সরকারই ক্ষমতায় ছিল– তাদের সঙ্গে বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের একটি মতবিরোধ ছিল। অফিস খোলার অনুমতি দেওয়া হলে ভবিষ্যতে যে রাজনৈতিক সরকারই ক্ষমতায় আসবে, তাদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে তিনি জানান।

আরেক সাবেক কূটনীতিক বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার অফিস অনুদানের অর্থে পরিচালিত হয় এবং ওই অর্থ যারা জোগান দেয়, তাদের সঙ্গে বাংলাদেশের কোনও ইস্যুতে বিরোধ হলে মানবাধিকার ইস্যুকে অস্ত্র হিসেবে ব্যবহার করার একটি আশঙ্কা থাকে।’

তিনি বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে জাতিসংঘের আগ্রহ আছে এবং এর অনেক বিষয় সর্বজনীন নয়। এর মধ্যে সমকামিতা বা সর্বজনীন শিক্ষা (স্কুলে যৌন শিক্ষাসহ অন্যান্য শিক্ষা) ইত্যাদি বিষয় রয়েছে। এ ধরনের বিষয়গুলো ধর্মীয় বা সামাজিক কারণে অনেক দেশে গ্রহণযোগ্য নয়। কিন্তু এগুলো যেহেতু মানবাধিকারের অংশ, সে জন্য ওই বিষয়গুলো নিয়ে জাতিসংঘ মানবাধিকার অফিসের আগ্রহ থাকবে।’

পাহাড়ি অঞ্চলে বা দেশের অন্য অঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রছন্ন চাপ আছে বাংলাদেশের ওপর। ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সরকারিভাবে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলে সেটি দেশের রাজনীতির জন্য বিরাট বড় চ্যালেঞ্জ হতে পারে বলে তিনি জানান। সূত্র : বাংলাট্রিবিউন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.