বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩২ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হক স্মৃতি দুইদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার প্রথম দিনে মুন্ডমালা ময়েনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল শরিফ উদ্দিনের অনুপস্থিতিতে উক্ত খেলা উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি মুণ্ডমালা পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুণ্ডমালা পৌর বিএনপির সভাপতি আজাহার আলী মাষ্টার, মুণ্ডমালা পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক নুরুল ইসলাম, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম রেজা, মুণ্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, মুণ্ডমালা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামূল হক ও আব্দুর রহিম।
রাজশাহী জেলা যুবদলের সদস্য বদিউজ্জামাল জুয়েল, বাধাইড় ইউপির সাবেক সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, মুণ্ডমালা পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ন-আহবায়ক তরিকুল মাষ্টার, সদস্য সচিব আবু বাক্কার ও মুণ্ডমালা পৌর ছাত্রদললের আহবায়ক আজিম উদ্দীন প্রমুখ।
জামিউর রহমান (পপেল), রেজাউল করিম রুবেল, শরিফ, এমরান, টুটিল ও জিয়াউর রহমানের সার্বিক তত্বাবধানে দুইদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ খেলায় মোট ১৬ টিমের মধ্যে উক্ত ফুটবল টুর্ণামেন্টের শুক্রবার প্রথম দিনে ৮টি টিমের মধ্য খেলা অনুষ্ঠিত হয়। (আগামীকাল) শনিবার দ্বিতীয় দিন ৮টি টিমের খেলা শেষে ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। রা/অ