শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৬ pm
নিজস্ব প্রতিবেদক :
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (১৩ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর ফুদকিপাড়া মুন্নুজান স্কুল মাঠে এ উপলক্ষ্যে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
রাসিক প্রশাসক মহোদয় বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী মহানগরীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিনের এ উৎসব। দোলায় বা পালকিতে আগমনের পর এবার দেবী দুর্গার গমন হচ্ছে ঘোটক বা ঘোড়ায়। সাম্প্রদায়িকতা বজায় রেখে নগরীতে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দুর্গাপুজা উদযাপিত হয়েছে। দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, রাজশাহী সিটি কর্পোরেশনসহ সকলের সহযোগিতার ফলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গাপুজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রতিটি মণ্ডপে আলোকায়ন, সিসি ক্যামেরা সংযোজন, পরিস্কার পরিচ্ছন্নতা ও বিসর্জন ঘাটের উন্নয়ন করা হয়। দুর্গোৎসব উদযাপনে অতীতের ন্যায় এবারো সরকারি সহায়তার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পুজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্টকে ধন্যবাদ জানান তিনি। এর আগে তিনি সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর সভাপতি অচিন্ত্য কুমার বিশ^াস সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশিষ রায় মধু।
রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু আনন্দ কুমার মণ্ডল।
অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, যুগ্ম সম্পাদক সজল সরকার, রাসিকের নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রা/অ