বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪২ pm
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু (৫৬) মারা গেছেন। বুধবার ভোর ৫টার দিকে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মনিরুল ইসলাম রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গোদাগাড়ি পৌরসভার রেলবাজার এলাকার বাসিন্দা তিনি।
মেয়রের ভাই ওলিউল্লাহ বলেন, হৃদরোগের চিকিৎসার জন্য সম্প্রতি স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিয়ে তিনি ভারতে যান। সার্জারির আগে শারীরিক পরীক্ষার সময় দেখা যায়, তার কিডনি নষ্ট। এ কথা শুনে তার ভাইয়ের স্ট্রোক হয়। এর পর তিন দিন তিনি লাইফ সাপোর্টে থেকে বুধবার ভোর ৫টার দিকে মারা যান। তার মরদেহ বেঙ্গালুরু থেকে ফ্লাইটে প্রথমে কলকাতা আনা হবে। এর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে মরদেহ দেশে আনা হবে।
তার মৃত্যুতে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়মী লীগের সভাপতি এবং শিল্পপ্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মনিরুল ইসলাম গোদাগাড়ি পৌরসভায় টানা দুবার মেয়র ছিলেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বড় ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। আজকের তানোর