শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪২ am
এম এম মামুন :
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যেসকল কর্মকর্তা-কর্মচারী মৃত্যবরন করেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে জন্য দোয়া করা হয়েছে।
সোমবার (৭’অক্টোবর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় বিএমডিএর নির্বাহী পরিচালকবমো শফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ছিলেন নতুন চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মো আব্দুর রশীদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, আবুল কাশেম, মো. জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ,বিএমডিএ সচিব এনামুল কাদির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এটিএম মাহফুজুর রহমান, শিবির আহমেদ, সুমন্ত কুমার বসাক, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, উপ-পরিচালক (সেবা) ও সহকারী প্রকৌশলীবৃন্দ গন উপস্থিত ছিলেন।
অন্তর্র্বতীকালীন সরকার বিএমডিএর চেয়ারম্যান হিসেবে ড. এম আসাদুজ্জামানকে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। আখতার জাহানের চুক্তির মেয়াদ বাতিল করে আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। আসাদুজ্জামান বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ভাই। রা/অ