শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৬ am
এম এম মামুন :
রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত চার টার দিকে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দোকান মালিকসহ প্রত্যক্ষদর্শীরা। মূহুর্তের মধ্যে দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
আগুনে দোকানে থাকা একটি ফ্রিজ, ৫টি ফ্যান, একটি এলিডি টিভি, দুইটি গ্যাসের সিলিন্ডারসহ চাল ডাল থেকে শুরু করে সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় পৌনে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে,মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সরমইল নামোপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে নজরুল ইসলাম গ্রামের মোড়ে প্রায় ৭ বছর ধরে মুদি খানার ব্যবসা করে আসছিলেন।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার প্রতিদিনের মত বেচাকেনা শেষ করে রাতে ছেলে তারেক রহমান দোকান বন্ধ করেন। বাসায় যাওয়ার পর রাত চার টার দিকে লোকজনের হৈচৈ শুনে বের হয়ে এসে দেখেন তার মুদির দোকান আগুনে পুড়ছে। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের ষ্টোশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পক্ষে থেকে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের খোঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রা/অ