বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৬ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
বাগমারায় ডিজিএফআই পরিচয়ে ব্যবসায়ী চিত্ত রঞ্জন সরকারকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা নিতে এসে সেনা ক্যাম্পের এক ঝাড়ুদারকে আটক করে সেনা সদস্যের হাতে সোপর্দ করা হয়েছে। তার নাম আব্দুল গাফ্ফার। সে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে সাভার সেনা ক্যাম্পের ঝাড়ুদার পদে কর্মরত ছিল বলে সে জানিয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আব্দুল গাফ্ফার নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিনোদপুর গ্রামের দ্বিজেন্দ্রনাথ সরকারের ছেলে ব্যবসায়ী চিত্ত রঞ্জন সরকারকে ক্রসফায়ার দেওয়া হবে মর্মে একটি চিঠি দেখায়। এরপর সে ব্যবসায়ী চিত্ত রঞ্জন সরকারকে জানায় সেনা বাহিনীর সদস্যরা আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। ২২ লাখ টাকা দিলে স্যারের স্ত্রীর সঙ্গে কথা বলে আমি আপনাকে বাঁচতে পারব। জীবন বাঁচানোর তাগিদে ব্যবসায়ী চিত্ত রঞ্জন সরকার তাকে ৫ লাখ টাকা দেন।
অবশিষ্ট ১৭ লাখ টাকা নিতে আব্দুল গাফ্ফার মঙ্গলবার সকালে চিত্ত রঞ্জন সরকারের বাড়িতে আসলে পাড়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গণপিটুনি দেয়। এরপর মোহনপুরস্থ অস্থায়ী সেনা ক্যাম্পে তাকে সোপর্দ করা হয়। আটক আব্দুল গাফ্ফার ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার কথা স্বীকার করেছে এবং সে ১৯ দিন আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছে বলে জানিয়েছে।
এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসালাম জানান, পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে চিত্ত রঞ্জন সরকারকে ওই টাকা ফেরত দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সামরিক আইনে বিচার হবে বলেও ওসি জানান। রা/অ