শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫২ pm
এম এম মামুন :
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় ও রাতে গোদাগাড়ী থানায় মামলা পৃথক দুইটি দায়ের করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আব্দুল হামিদ বাবলু। এ মামলায় আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ্য করা হয় গত ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়।
এছাড়াও দ্বিতীয় মামলাটির বাদী উপজেলার ডোমকল গ্রামের তাহাসেন আলী। এ মামলায় আওয়ামী লীগের আরও ২২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার অভিযোগে এ মামলা করা হয়।
এব্যাপারে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আরও বলেন, ‘মামলা দুইটিতে সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। রা/অ