শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫০ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাচোলে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে নাচোল উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১০টার দিকে নাচোল মধ্য বাজারে জামায়াতে ইসলামীর হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
ছাত্র- জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী ও সেক্রেটারি মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আমির রফিকুল ইসলাম এবং সেক্রেটারি ইসমাইল হোসেন। কর্মসূচি শেষে নিহতদের স্মরণে মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অপরদিকে বেলা সাড়ে ১০টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে জাতীয়তাবাদী দলের হাজারো নেতা কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
ছাত্র- জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মইনুল ইসলাম, বিএনপি নেতা নূর কামাল, দুরুল হুদা, ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব, শফিকুল ইসলাম। কর্মসূচি শেষে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রা/অ