শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:১৪ am
ডেস্ক রির্পোট :
গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের এমপি-মন্ত্রীরা গা-ঢাকা দিয়েছেন। এই অবস্থায় দলটি আবারও ঘুরে দাঁড়াতে চায়। ১৫ আগস্ট দলের প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশব্যাপী আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার তুলে ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগ।
দলের তৃণমূলের নেতা-কর্মীরা বলেন, সংকট-সংগ্রামে আমরা এক ও অভিন্ন। আর শেখ হাসিনার প্রশ্নে অবিচ্ছেদ্য। তাকে মাইনাস করে আমরা আওয়ামী লীগ চাইনা। শেখ হাসিনা দৃশ্যমান উন্নয়নের রূপকার। আমরা বিগত দিনের ভুল থেকে শিক্ষা নিয়ে পুনরায় জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনগুলোতে ভালো কিছু করতে চায়।
এদিকে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুমতি চেয়েছে দলটি।
এদিকে, এ নিয়ে জানতে মাহবুবউল আলম হানিফের মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠজন অনুমতি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গণ আন্দোলনের মুখে সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার পদত্যাগের সংবাদ প্রকাশ্যে আসার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়।
এর আগে রোববার রাতে ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট দলীয় নেতা-কর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান।
তিনি বলেন, বাঙালি জাতির কাছে আমার আহ্বান। আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশে বাস করছেন এবং এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আপনাদের প্রতি আহ্বান, ১৫ আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন।
অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অন্যতম একটি বড় দল আওয়ামী লীগ। এই দলে অনেক ভালো মানুষ রয়েছে। তাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি। অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে বলেন, আপনাকে কেউ যেতে বলেনি, আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনি আবার ফিরে আসেন, আপনার নাগরিকত্ব তো বাতিল হয়নি। আপনাকে আমরা শ্রদ্ধা করি। রা/অ