নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদ্স্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর উদ্যোগে তানোরের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের মহাপরিকল্পনা কাজ শুরু হয়েছে। এমপির আন্তরিক প্রচেস্টার ফলে দীর্ঘদিন পর এলাকার সড়ক যোগাযোগ ও অবকাঠামো খাতে একযোগে শুরু হয়েছে এসব উন্নয়নের মহাযজ্ঞ। চলছে অপ্রত্যাশীত উন্নয়ন।
গতবারের নির্বাচনী প্রচারণায় ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, আবারও তাকে বিজয়ী করেন, তাহলে তিনি উপজেলার একইঞ্চি রাস্তা কাঁচা (মাটি) রাখবেন না। উপজেলাকে আধুনিক সড়ক যোগাযোগ বান্ধব হিসেবে গড়ে তোলবেন। বিগত নির্বাচনে বিজয়ী হবার পর তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়নের মহাযজ্ঞ শুরু করেছেন। স্বাধীনতার পর এবারই প্রথম প্রায় একযোগে শত কোটি টাকা ব্যয়ে সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, তানোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্প থেকে ইতমধ্যে ৭টি প্যাকাজে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। যার মধ্যে বায়া-তানোর-মুন্ডুমালা সড়ক তানোর চৌবাড়িয়,তানোর-কলমা, আয়ড়া-বিল্লী ও হাতিশাইল-কামারগাঁ সড়ক।
এদিকে, এসব সড়ক কাজ দ্রুত এগিয়ে চলেছে।অন্যদিক, সাংসদের নির্দেশনার পর এসব নির্মাণ কাজ কঠোরভাবে পরিদর্শন করছে সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগণ। আজকের তানোর