শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৮ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে পৃথক ঘটনায় এক নারীসহ ৩ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় তানোর থানায় পৃথক ৩টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তানোর পৌর সদরের প্রফেসার পাড়ায় নির্মাণাধীন বিল্ডিং বাড়ির কাজ করার সময় দুই তলা থেকে পড়ে রাজমিস্ত্রি মারা যায়। তার নাম সমশের আলী। বয়স (৪০) বছর। তিনি উপজেলার বনকেশর গ্রামের মৃত সানাউল্লাহর পুত্র। সমশের কাজ করার সময় দুই তলা ভবনে ইটের গাথনি ভেঙে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে, একই দিন বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্বের পুকুরে থালা পরিস্কার করতে গিয়ে মাথা ঘুরে পুকুরে পড়ে গিয়ে তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের মৃত মাসুদ রানার স্ত্রী রোজী বেগমের (৪০) মৃত্যু হয়। রোজী বেগম ইতোপূর্বেও মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলতেন। পুকুরে গিয়ে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে তার মৃত্যু হতে পারে বলে পরিবারের সদস্য ধারণা করছে।
এরআগে বুধবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের তীরের সাথে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন উপজেলার সরনজাই ইউপির সংরক্ষিত নারী সদস্য দোলন চাপার স্বামী মুনসুর আলী (৬৫)। তিনি সরনজাই খাঁ পাড়ার মৃত খোকনের পুত্র। পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এসব মৃত্যুর ঘটনায় তানোর থানায় তিনটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কোনো বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহার রিপোর্ট তৈরি করে দাফনের অনুমতি দেয়া হয়েছে। রা/অ