রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১২ am
ডেস্ক রির্পোট :
রিশাল, সাতক্ষীরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৪৭৫টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ সোমবার (২৭ মে) সচিবালয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
তিনি জানান, রিমালের প্রভাবে মোট ১৯ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর।
ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৯১৪টি।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। এছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।
উপকূলী এলাকার ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন ৮ লাখেরও বেশি মানুষ। এছাড়া গরু, ছাগল, মহিষ, ভেড়া আশ্রয় নিয়েছে ৫২ হাজার ১৪৬টি। সূত্র : বাংলা ট্রিবিউন