বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৭ pm
বিশ্বজিৎ চৌধুরী, তানোর :
বিশ্বজুড়ে বাংলা এই স্লোগানে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা, কেক কাটা, চিত্রাঙ্কন ও পুরস্কার মধ্য দিয়ে রাজশাহীর তানোরে ‘বাংলা টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ মে) বেলা ১২টায় তানোর উপজেলা প্রশাসনিক হলরুমে কেক কেটে বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
বাংলা টিভির তানোর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় এ সময়ে শুভেচ্ছা জানাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর থানার ওসি আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ, বিশিষ্ট কবি ও কথাকার মঈন শেখ, তানোর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদ সাজু, সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলা টিভির দর্শক ফোরামের সভাপতি বকুল হোসেন, ক্যাশিয়ার বিশ্বজিত চৌধুরী, বাংলা টিভির ক্যামেরা পারশন সৈয়দ মাহমুদ শাওন ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং তানোরের তিন প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
পরে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তানোর পৌরশহরের অর্কিড স্কুল এন্ড কলেজ হলরুমে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন তানোর থানার ওসি আব্দুর রহিম।
আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ‘বাংলা টিভি ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সাংবাদিককে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি ‘বাংলা টিভি দুর্বার গতিতে এগিয়ে যাবে এমন কামনা করেন। একই সঙ্গে বাংলা টিভির প্রধান উপদেষ্টা কিংবদন্তী প্রয়াত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রা/অ