রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহী তানোর উপজেলা পরিষদের আয়োজনে আইন-শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এসভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এতে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটি এম কাওছার আহমেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল খাঁন, তানোর পৌর কাউন্সিল আরব আলী ও মুন্ডুমালা পৌর কাউন্সিলর বাবুল আকতার।
কামারগাঁ ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিকসহ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে কামারগাও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। রা/অ