শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, সময় : ০১:০৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর মুন্ডুমালায় ঈদ পূর্ণমিলনী,বর্ষবরণ ও ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বিশেষ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে পৌর আ.লীগের কার্যালয়ে পৌর মেয়র সাইদুর রহমানের ব্যাক্তি উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও বর্ষ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
পৌর এলাকার প্রায় এক হাজার নেতাকর্মী মেয়র এর সাথে উৎসব মুখর পরিবেশে মত বিনিময় করেন। পৌর মেয়র আগত সকল নেতাকর্মীকে নর্ববর্ষের শুভেচ্ছা জানান।
এছাড়াও আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মজিবনগর দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগর ও জেলা আ,লীগ আয়োজিন বিশেষ সভায় প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। সে সভায় যোগ দিতে নেতাকর্মীদের অনুরোধ জানান পৌর মেয়র সাইদুর রহমান। রা/অ