রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৩ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দুদিন ব্যাপি নক আউট ভিত্তিক ক্রিকেট টুর্ণামেণ্টের উদ্বোধন করা হয়েছে। ১৬টি দলের অংশগ্রহনে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ২০১৯ এবং ২০২৪ এএসএসি ব্যাচ।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ২০১৯ ব্যাচ দলের অধিনায়ক সাগর আহম্মেদ। তারা খেলায় নির্ধারিত ৩৬ বলে ১১৯ রান করে। পরে ব্যাট করে ২০২৪ ব্যাচ ৩৪ বলে ১২০ রান করে বিজয়ী হয়। খেলার ধারা বিবরণীতে ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব শাহ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী উপজেলা সহকারি প্রকৌশলী শফিকুর রহমান।
উপদেষ্টা মন্ডলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সহিদুজ্জামান, ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক সোনার দেশ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী আসাদ আলী, মাসুম রানা, সহকারি শিক্ষক কোরবান আলী, প্রাক্তন শিক্ষার্থী সমাজকর্মী দেলোয়ার হোসেন, কেশরহাট বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ ওসমান আলী প্রমূখ। রা/অ