শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৯ pm
ডেস্ক রির্পোট :
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্রে কার স্বাক্ষর থাকবে, তা জানাতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার পাঠানো চিঠিতে সাতদিনের মধ্যে এ তথ্য জানাতে বলা হয়েছে। ইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাচনে রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র উভয় ধরনের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ২১ মে ১৬১টি উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী ব্যক্তির সইসহ তালিকা তফশিল ঘোষণার সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে। এর অনুলিপি নির্বাচন কমিশনে (ইসি) পাঠাতে হবে।
তফশিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে। রা/অ