বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:১৭ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
নিয়ামতপুরে চাঁদাবাজি মামলায় র‌্যাবের হাতে ৮ ব্যক্তি আটক

নিয়ামতপুরে চাঁদাবাজি মামলায় র‌্যাবের হাতে ৮ ব্যক্তি আটক

মো. শাকিল হোসেন (নিজস্ব প্রতিবেদক) নিয়ামতপুর :
নওগাঁর নিয়ামতপুরে রাস্তায় চাঁজাবাজী মামলায় শ্রমিকলীগ নেতাসহ ৫জনকে আটক করেছে র‌্যাব-৫। গত ৮ মার্চ শুক্রবার রাত ৯টায় র‌্যাব-৫ টহল দল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর খড়িবাড়ী বাজারের জনৈক সাহাবুল আলমের চায়ের স্টলের সামনে রাস্তায় লছিমন, ভুটভুটিসহ বিভিন্ন যানবাহানে চাঁদাবাজীর অভিযোগে এই আটজনকে আটক করা হয়। এ বিষয়ে নিয়ামতপুর থানায় একটি চাঁদাবাজীর লিখিত অবিযোগ দায়ের করা হয়েছে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার তানোর উপজেলার কেন্দুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুয়েল রানা (লছিমন ড্রাইভার) গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় লছিমন নিয়ে যাওয়ার সময় নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩৮) জুয়েল এর নিকট ১০টাকা চাঁদা দাবী করে। জুয়েল টাকার রশিদ চাইলে সে দিতে অস্বীকার করে। এতে জুয়েলও চাঁদা না দেওয়ায় দুজনের মধ্যে বাকবিতান্ডা শুরু হয়।

এক পর্যায়ে ঐ সময় ঐ রাস্তা দিয়ে র‌্যাব-৫ এর একটি টহল দল যাচ্ছিল। তাদের দেখে মামুনুর রশিদ চলে যায়। জুয়েল র‌্যাব-৫ এর টহল দলকে হাত তুলে থামতে বলে খড়িবাড়ী বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে চাঁদাবাজীর কথা বললে র‌্যাব-৫ টহল দলের টহল কমান্ডার পুলিশ পরিদর্শক আল রেজওয়ান আরেফিনের নেতৃত্বে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আটজনকে আটক করে।

আটককৃতরা হলেন সাদাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে বাহাদুরপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মামুনৃর রশিদ (৩৮), আনোয়ার হোসেন (২৮), আব্দুল জলিলের ছেলে রাশেদুল ইসলাম (২৬), বাবু সরদারের ছেলে সাগর ইসলাম (২৪), ইমদাদুল হকের ছেলে রুবেল (২৪), মৃত- আমজাদ আলীর ছেলে রমজান আলী (৪০), করিমপুর গ্রামের মৃত কামালের ছেলে মিঠুন (২৫), নওগাঁ সদর উপজেলার জোকাবিল গ্রামের মন্টু সরদারের ছেলে খোকন (৩৬), কে বাজারের বিভিন্ন জায়গা থেকে আটক করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, র‌্যাব-৫ এর একটি টহল দল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারের বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজীর অভিযোগে ৮জনকে আটক করে থানায় নিয়ে আসে। আমি তাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হজতে প্রেরণ করি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.