শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:৫০ am

সংবাদ শিরোনাম ::
ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক
এমআরএ ব্রিকস’র দুষণ সন্ত্রাস জনজীবন দুর্বীসহ, প্রশাসন নীরব

এমআরএ ব্রিকস’র দুষণ সন্ত্রাস জনজীবন দুর্বীসহ, প্রশাসন নীরব

আলিফ হোসেন :
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী রায়ঘাটি ইউনিয়নের হাটরা কালিতলায় গড়ে উঠা এমআরএ ব্রিকস নামে দু’টি অনুমোদনহীন অবৈধ ইটভাটার দুষণ সন্ত্রাসে জনজীবন দুর্বীসহ হবে উঠেছে। এসব অবৈধ ইটভাটা উচ্ছেদের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সচেতন এলাকাবাসীর উদ্যোগে উপজেলা চত্বরে মানববন্ধন আয়োজন করা হয়।

এদিন মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত সরকার, কেশরহাট পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলাম, রায়ঘাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সূর্য্যকান্ড হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুদাস চন্দ্র হালদার, ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাজের আলী, কৃষক লীগের সভাপতি মজিবর রহমান, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফটিক হালদারপ্রমুখ। এদিকে মানববন্ধনে বক্তাগণ বলেন, অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা না হলে এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক(ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহনপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য ও জনজীবন হুমকিতে ফেলে লোকালয়ে করে গড়ে তোলা হয়েছে মেসার্স এমআরএ ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটা। ইট ভাটার পরিবেশ দুষণ সন্ত্রাসে লোকালয় হুমকিতে, জনজীবন অতিষ্ঠ ও কৃষি বিপর্যয় হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নির্বিকার।

স্থানীয়রা জানান, ইট ভাটার গ্যাস, কালো ধোঁয়া, জ্বলন্ত কয়লা ও ‘কাঠের গুড়া পুড়ে দুষিত হচ্ছে পরিবেশ মানুষের স্বাস্থ্য ঝুকিপূর্ণ হয়ে পড়ছে। এছাড়া এলাকার গাছপালা ও আশপাশের জমির ধান শাকসবজি এবং সবধরনের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিভিন্ন স্থান থেকে ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) মাটি কেটে আনা হচ্ছে এসব ভাটায়। এসব মাটি নিয়ে আসতে গিয়ে এলাকার কাঁচা-পাকা রাস্তা নষ্ট করা
হচ্ছে।

জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ এর ধারা ৫ এর উপধারা ১ অনুযায়ী কোনো ব্যক্তি ইট প্রস্তুত করিবার উদ্দেশ্যে কৃষি জমি বা পাহাড় বা টিলা হতে মাটি কেটে অথবা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না বলে বলা হয়েছে। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ অনুযায়ী ধারা ৮ এর উপধারা ৩ (ক) অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ করলে সংশ্লিষ্ট ভাটার মালিকের লাইসেন্স বাতিল করার কথা উল্লেখ রয়েছে এবং যদি কোনো ব্যক্তি ধারা ৮ এর উপ-ধারা ৩ (ঙ) এর শর্তাবলী লংঘন করে ইটভাটা নির্মাণ করে তাহলে তিনি অনধিক এক বছরের কারাদণ্ড বা অনধিক লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। এলাকার সাধারণ মানুষের প্রশ্ন আইনে পরিস্কারভাবে উল্লেখ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কিভাবে চালানো হচ্ছে এমআরএ ব্রিকস ইটভাটা। আইনের বাস্তবায়ন দেখতে চায় এলাকার সাধারণ জনগণ।

স্থানীয় বাসিন্দা সুভাস, নির্মল, অভয় ও আশরাফুল বলেন, অবৈধ এসব ইট ভাটার কারণে জমির উর্বরতা শক্তি কমে ধানসহ সবধরনের ফসলের ফলন বিপর্যয় ঘটছে, ইট ভাটার কাজে ব্যবহৃত অবৈধ ট্রাক্টরগুলোর অবাধ চলাচলে এলাকার জনগুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দকে পরিণত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে রাস্তায় যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকি নিয়ে। কদিন আগে কাঁচা ইট পড়ে এক শ্রমিক গুরুতর জখম হয়েছে। তারা বলেন, বছরের পর বছর ধরে এসব ইটভাটায় এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর নিরব ভূমিকা পালন করছে।

এবিষয়ে জানতে চাইলে এম,আর,এ. ব্রিকস ভাটা মালিক রমজান আলী বলেন, তার এসব ইটভাটার বৈধ কাগজপত্র আছে এবং এখানে কয়লা পুড়িয়ে ইট তৈরী করা হয়। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল অবৈধ সুবিধা নিতে চায়, তা না পেয়ে ভাটা নিয়ে অভিযোগ করেছে। তিনি বলেন, প্রশাসন অভিযোগের কোন সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবেন। এবিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা জানান, ভাটা নিয়ে একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.