বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩০ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় নিখোঁজের পরের দিন প্রধানমন্ত্রীর দেওয়া জমি আছে ঘর নেই প্রকল্পের ঘরে বসবাসকারী মালেকা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বেনুপুর গ্রামের একটি ভুট্টা খেত থেকে তার লাশ উদ্ধা করা হয়। মালেকা বেওয়া মৃত কানু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মালেকা বেওয়া শুক্রবার বিকালে ভিক্ষা করতে বের হয়। এরপর সে আর ঘরে ফিরে না। তার নিখোঁজের বিষয়টি এলাকার লোকজন স্থানীয় চেয়ারম্যানকে অবগতর করেন। তারা বিভিন্নস্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে শনিবার দুপুরে বেনুপুর গ্রামের একটি ভুট্টা খেত থেকে তার লাশ পাওয়া যায়। পরে বাঘা থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। মালেকা বেওয়ার আত্মীয় আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছিলার।লাশের শরীরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত আঘাতের চিহৃ রয়েছে এবং সেখানে একটি আমের ডাল পড়ে ছিল।
এ বিষয়ে বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি মৃত নারীর গলায় একটি স্বর্ণের চেইন ছিল।
হয়তো এটি ছিনতাই এর উদ্দেশ্যে দুস্কৃতকারীরা এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে মালেকা বেওয়ার আৎয়মীয় আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছিলার। লাশের শরীরের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত আঘাতের চিহৃ রয়েছে এবং সেখানে একটি আমের ডাল পড়ে ছিল।
বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা, মুখ ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্মে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। রা/অ