রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৬ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার আবুল হাসানের দোকানে আগুন লেগে অন্তত ২৫ লাখ টাকার কিটনাশক ও মটরসাইকেল পুড়ে গেছে। তানোর উপজেলার লালপুর বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে লালপুর বাজারে চায়ের দোকানি কাউছার আলী হাসান মেম্বারের দোকানের সামনের ট্যাপ কলে পানি নিতে যান। এসময় দোকানে আগুন জ্বলতে দেখে তানোর ফায়ার সার্ভিস ও দোকানের মালিক হাসান মেম্বারকে ফোন করেন। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় পুরো দোকানের প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছাড়াও একটি মটরসাইকেল। এসময় দোকানের মালিক আ.লীগ নেতা ইউপি মেম্বার আবুল হাসান ঢাকায় অবস্থান করছিলেন। তবে, হাসান মেম্বারের ভাই লালপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মোতাহারুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ভাই হাসান মেম্বার ভাই ঢাকায় গেছেন।
তিনি জানান, রাত ২টার দিকে দোকান ঘরে ঠিকঠাক ভাবেই তালা মারা দেখেছি। কিন্তু ভোরে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর জানতে পেরেছি আগুনে দোকানঘর পুড়ে গেছে। তিনি আরও বলেন, দোকানের সাটারের একটি তালা ভাঙ্গা হয়েছে এবং ওই তালা পুড়ে যাওয়া দোকানের ভিতরে পড়েছিলো যা পুলিশকে দেয়া হয়েছে। মনে হয় পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়েছে।
তানোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, আমরা যখন যায়, তখন দোকানের সাটার খোলা অবস্থায় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলো।
আগুনের সুত্রপাতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, বিদ্যুতের স্বর্ট সার্কিটের কারণেও হতে পারে বলে জানান তিনি।
এব্যাপারে দোকানের মালিক আ.লীগ নেতা ইউপি মেম্বার আবুল হাসান বলেন, আমি আজ রাতেই ঢাকায় এসেছি। তার দোকানঘর আর মটরসাইলে আগুনে পুড়ে যাবার বিষয়টি মোবাইলে তিনি খবর পেয়েছেন। তিনি আরও বলেন, ২০০৬ সাল থেকে লালপুর বাজারে কিটনাশকের ব্যবসা করছেন তিনি। শত্রুপক্ষ পরিকল্পিত ভাবে রাতে আমার দোকানে আগুন দিয়ে ১টি মটরসাইকেল ও দোকানের বাকির বেশ কয়েকটি খাতাসহ প্রায় ২৫ লাখ টাকার কিটনাশক ও মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, দোকানে আগুনের খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রা/অ