রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না আদিবাসীসহ বিভিন্ন পেশার অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। সোমবার বিকেলের দিকে পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে ৫০ জন শীতার্ত বয়োজ্যেষ্ঠ মহিলা ও পুরুষের মাঝে এমপি ফারুক চৌধুরী পক্ষে এসব কম্বলগুলো বিতরণ করেন তিনি।
এসময় পৌর আওয়ামী লীগ নেতা প্রতাপ সরকার, তারেক সরকার, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, মৎসজীবি লীগ নেতা ইদ্রিস ও শাবানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেখান থেকে তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বেলপুকুরিয়া আদিবাসী সম্প্রদায়ের মাঝে আরও ৫০টি কম্বল বিতরণ করেন। সন্ধ্যার পরে চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামেও ৫০টির মত কম্বল বিতরণ করেন। এসময় ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগের সভাপতি মজিবর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, সোমবার সকালের দিকে তানোর পৌর ভবনে ৩০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি ইমরুল হক। এসময় প্যানেল মেয়র আরব আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর মমেনা আহম্মেদ, জুলেখা বেগম, কাউন্সিলর রোকনুজ্জামান জনি, হাবিব সরকার, লিয়াকত ও অফিস সহকারী ওমর আলী, কার্যসহকারী অহেদুজ্জামান বাবু, মাহাবুর রহমান ছাড়াও আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। রা/অ