বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১৭ am

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে বীজ সঙ্কটেও সারের দাম চড়া, চাষিদের মাথায় হাত রাজশাহীতে আ.লীগের কর্মীসহ ১৮ জন গ্রেপ্তার জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের বিক্ষোভ আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন দুর্গাপুরে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামিসহ আটক ৮ তানোরে দখল বাজিতে বিএমডির গভীর নলকূপে সেচ পাচ্ছে না কৃষক বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন তানোর থানার মোড়ে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন গোদাগাড়ীতে পদ্মানদীতে বালি উত্তোলন ও ড্রামট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন রাজশাহীতে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা চাঁপাইয়ের কৃষি শ্রমিক তানোরে ধান কাটতে এসে বাড়ি ফিরলেন লাশ হয়ে চট্টগ্রামে আদালত এলাকায় বিক্ষুব্ধদের হামলায় আইনজীবী নিহত পেঁয়াজ-আলু রপ্তানি বন্ধ করল ভারত সাত মণ ধানে এক বস্তা ব্র্যাকের আলুবীজ, তাও অপেক্ষায় জুটছে কপালে তানোরে ব্র্যাকের আলুবীজ কালোবাজারে বিক্রি? জব্দে ইঁদুর বিড়াল খেলা আরএমপি পুলিশের অভিযানে আ.লীগের নেতাসহ ১২ জন গ্রেপ্তার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার দীর্ঘ প্রতিক্ষায় বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন জামিনে বেরিয়ে আবারও গ্রেপ্তার রাজশাহী-৬ আসনে সাবেক এমপি রাহেনুল তানোর-গোদাগাড়ীতে শরিফ উদ্দিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
বাগমারায় প্রভাবশালীর বিরুদ্ধে গভীরনলকূপ দখলের অভিযোগ

বাগমারায় প্রভাবশালীর বিরুদ্ধে গভীরনলকূপ দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
বাগমারায় এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে কৃষকদের বঞ্চিত করে একটি গভীর নলকূপ অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই গভীর নলকূপটি অবৈধ দখলের কবল থেকে উদ্ধার করে কৃষকদের জন্য উন্মক্ত করে দেওয়ার দাবিতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বাগমারা জোনের সহকারী প্রকৌশলী ও উপ-সহকারি প্রকৌশলীর কাছে এলাকার কৃষকদের পক্ষে পৃথকভাবে দুটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগপত্রে খাজুর করখন্ড গ্রামের আমজাদ হোসেন, রেজাউল করিম ও আব্দুর রহিমসহ ৪০ জন কৃষক স্বাক্ষর করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর অধীনে কৃষকদের জমিতে সেচসুবিধার জন্য সম্প্রতি গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর করখন্ড গ্রামে ২নং গভীর নলকূপ স্থাপন করা হয়। গভীর নলকূপটি স্থাপনের পর থেকেই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ক্ষমতার জোরে ওই গভীর নলকূপটি একক মালিকানা হিসাবে দাবি করে অবৈধভাবে দখল করে রেখেছেন। এমনকি ওই গভীর নলকূপের অপারেটর হিসাবে তার স্ত্রী মোছা: স্বপ্না বিবিকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ওই গভীর নলকূপের আওতায় মামুন কিংবা তার স্ত্রীর নামে কোনো জমি নাই।

কৃষকদের জমিতে সেচসুবিধার জন্য গভীর নলকূপটি স্থাপন করা হলেও একক মালিকানা হিসাবে গভীর নলকূপটি পরিচালিত হওয়ায় কৃষকদের কাছে থেকে অতিরিক্ত সেচভাড়া আদায় করা হচ্ছে এবং বোরো ও আউশ মওসুমে কৃষকদের জমি থেকে চার ভাগের এক ভাগ হারে ধান কেটে নেওয়া হয়। এতে কৃষকরা চাষাবাদ করে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তবে আল মামুন প্রামানিক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর নিয়ম মেনেই গভীর নলকূপটি পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম করা হয়নি।

এদিকে বিএমডিএ বাগমারা জোনের সহকারী প্রকৌশলী শাহাদৎ হোসেন কৃষকদের পক্ষ থেকে পৃথকভাবে দুটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.