শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫০ pm
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন বলেছেন, ক্রিকেট খেলুড়ে সব দেশের বোর্ডের উচিত আইপিএলের সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ রাখা উচিত নয়।
জুনের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সময় ভারতে আইপিএলের নক-আউট পর্বের খেলা হবে। তখন জাতীয় দলের খেলা থাকায় ইংল্যান্ডের ১৪ জন ক্রিকেটারের আইপিএলে খেলা অনিশ্চিত।
এ ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তা অ্যাশলে জাইলস আগেই বলেছেন, ক্রিকেটারদের আইপিএল রেখে দেশে ফেরার জন্য জোরাজুরি করা হবে না।
আইপিএলের সময় জাতীয় দলের খেলা রাখায় ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার পিটারসেন টুইটারে লেখেন- ক্রিকেট বোর্ডগুলোকে বুঝতে হবে আইপিএল বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট। তাই আইপিএলের সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ রাখা উচিত নয়। সূত্র : যুগান্তর । আজকের তানোর