রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০২ pm
ইমরান হোসাইন :
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ওমর ফারুক চৌধুরীর মতো ব্যক্তি এমপি আছেন বলেই মানুষ শান্তিপূর্ণভাবে ও নিরাপদে বসবাস করতে পারছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই এখানে নেই কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দলবাজ ও দখলবাজ। এছাড়াও এখানে পয়দা হয়নি সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন এবং মেলার নামে জুয়া ও অশ্লীলতা।
ফারুক চৌধুরী বেশ শিক্ষিত। দেশ ও বিদেশের সনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সুশিক্ষা অর্জন করেছেন। তিনি এতো শিক্ষা অর্জন করেও ফিরে এসেছেন এঅঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। রাজশাহীর তানোর উপজেলার সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান তিনি। বাড়ি এ উপজেলার চোরখৈার গ্রামে। তিনি জমিদার পরিবারের সন্তান হলেও তাঁর স্বপ্ন এঅঞ্চলের পিছিয়ে পড়া অসহায় গরীব মানুষের উন্নয়ন করা। তাছাড়া সুশিক্ষায় শিক্ষিত করা।
এজন্য তিনি তাঁর দক্ষতা ও অনুপ্রেরণা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পেয়েছেন গ্রহনযোগ্যতা ও আত্নসম্মান। সেই দক্ষতায় তিনি ৫ বার পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক। এমন যোগ্যতার জায়গা থেকে তিনি ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতিয়ে নিয়ে এঅঞ্চলে বেশ কিছু আধুনিক বহুতল শিক্ষাভবন গড়ে তুলেছেন। এছাড়াও বেশ কয়েকগুণ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। ফলে তাঁর প্রতি রয়েছে এখানকার মানুষের শ্রদ্ধা ভক্তি ও প্রাণঢালা ভালোবাসা।
সেই ভালোবাসার জায়গা থেকে নৌকা প্রেমীরা কোন বিদ্রোহীপ্রার্থীকে নয়, আগামীকাল ৭ জানুয়ারী রোববার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এঅঞ্চল থেকে পরপর তিনবার জাতীয় সংসদ সদস্য ও শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর নৌকা প্রতীকে বিপুল পরিমানে ভোট দিয়ে আবারও এমপি নির্বাচিত করবেন বলে শতভাগ আশাবাদী আমরা। কথাগুলো এক সাক্ষাৎকারে বলছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ও তাঁর হাজারও অনুসারীরা।
প্রসঙ্গ, তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে রাজশাহী-১ সংসদীয় আসন। এ আসনে বৈধ এমপি প্রার্থী হয়েছেন ১১ জন। এরমধ্যে আ.লীগের নৌকা প্রতীক নিয়ে ভোট করছেন বর্তমান এমপি সাবেক জেলা আ.লীগের সভাপতি ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।
আর বিদ্রাহী বা স্বতন্ত্রপ্রার্থী রয়েছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদিকা ও চিত্র নায়িকা মাহিয়া মাহি (ট্রাক) ও তানোর আ.লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী (কাঁচি)।
কিন্তু বিএনএম’র শামসুজ্জোহা বাবু (নোঙর), বিএনএফের আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), এনপিপির নুরুন্নেসা (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয় পার্টির শামসুদ্দীন (লাঙ্গল) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া (বেলুন) প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে, আরেক আ.লীগের বিদ্রোহী আখতারুজ্জামান আক্তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রা/অ