শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৫ pm
আমার জন্য আপনার মন খারাপ, এটা শুনে আমারও মন খারাপ হয়! আমার আরও বড় চাকুরি করা উচিত ছিল! আমি এখনো বেকার কেন? আমি প্রাইমারিতে চাকুরি করি! আমি বেসরকারি চাকুরি করি-এসবের টেনশনে আপনি ঘুমাতে পারেন না জেনে আমারও খুব দুঃখ হয়! আপনি অকর্মা-়ভবঘুরে, আপনার সন্তানেরা বিপথগামী-এ নিয়ে আপনার কোন টেনশন নাই অথচ আমার টেনশনে আপনি প্রেসারের রুগী হয়ে গেছেন, সেটা শুনে দু’টো বড়ি কিনে দিতে ইচ্ছা হয়!
আমার বিয়ে হয় না কেন? আমরা সন্তান নেই না কেন? স্বামী-স্ত্রী দুজনে দুজায়গায় থাকি কেন?-এ দুশ্চিন্তায় আপনার খাওয়া-ধাওয়া ঠিকঠাক হয় না শুনে আমারও ক্ষুধা মরে যেতে চায়! আমার বর্ণ কালো, আমি লম্বায় খাঁটো, একটু মটু-এই আলোচনায় আপনার দিন কেটে যায় শুনে আপনাকে পারিশ্রমিক দিতে ইচ্ছা করে কিন্তু ঐ যে আমার আয় কম তাই ইচ্ছাও পূরণ করতে পারি না!
সমাজের কিছু মানুষ আছে যাদের নিজেদের নিয়ে কোন ভাবনা নাই, বউ আছে কি গেছে,ছেলে-মেয়েতে কী করে বেড়ায়, নিজে ভালো খেতে পারে কি না খেয়ে থাকে-তা নিয়ে কোন চিন্তা-পরিকল্পনা নাই অথচ পড়শীর চিন্তায়-নিন্দায় দিন-রাত একাকার করে রাখে। সমাজের এই মানুষগুলো নিজেও কিছু করার মুরোদ রাখে না এবং সংসারের কেউ কোন চাকুরি পাওয়ার যোগ্য হয় নি অথচ প্রতিবেশির কেউ প্রাইমারিতে চাকুরি করলে-এতো ছোট চাকুরি করো? এতো কম বেতনে কীভাবে চলবে?-এমন খোঁটা দিতে ছাড়ে না! অথচ নিজের চুলোয় হাড়ি বসেছে কি-না সে খোঁজ তার কাছে নাই!
আপনি যা করেন সেটারই দুই পাঁচট দোষ দেখাবে! আপনি প্রজা হলেও দোষ, আপনি রাজা হলেও দোষ! চাকুরিতে গ্রেড ভালো হলে বলবে সম্মান নাই, বেতন বেশি হলে বলবে আয় নাই, চাকুরি ভালো হলে বলবে ক্ষমতা নাই, কিছু বলার না থাকলে বলবে পোস্টিং ভালো হয়নি! আপনি ব্যবসা করবেন তাতেও বাঁধা দেবে! পড়ালেখা করে শেষ-মেষ গরু-মাছ চাষ! ছিঃ ছিঃ! এরা এমনভাবে বলবে যাতে আপনার মন খারাপ হয়! আপনি আপনার শিক্ষা ও ভদ্রতার কারনে তাকে উচিত শিক্ষা দিতে পারবেন না! কাজেই এদের সঙ্গ থেকে, এদের অঙ্গ থেকে, এদের ভঙ্গি থেকে দূরে থাকতে হবে!
আমরাও আজকাল নিজেই নিজেকে অসুখী করছি! আমরা সব সময় নিজেকে অন্যের সাথে তুলনা করে ভালো আছি নাকি মন্দে গেছি, সেটার বিচার করি! মনে রাখতে হবে, আমি আসলে আমি-ই! আমার মধ্যে অন্যের ছায়া থাকতে পারে কিন্তু আমি সে না! আমরা আমাদের চাইতে অর্থবান, ক্ষমতাধর, দুনিয়াদার, যশ-খ্যাতিবানের সাথে তুলনা করে নিজেকে দুঃখী বানাই। অথচ ধৈর্য এবং পরিশ্রম সবাইকে ছাড়িয়ে আমাকে এগিয়ে নিতে পারে! আমি সবকিছু সকালেই চাই অথচ আস্ত একটা দিন পড়ে আছে সেটা ভাবি না!
আমাদের জীবনের লক্ষ্য সুখী হওয়া। সেজন্য আমাদের ভোগবাদিতা ও লোভ ত্যাগ করতেই হবে। যদি কারো সাথে নিজেকে মেলাতেই হয়, তুলনা করতেই হয় তবে সেটা সৎ মানুষের সাথে, নৈতিক মানুষের সাথে করা উচিত। কাউকে অনুসরণ যদি করতেই হয় তবে সেটা যার আত্মসম্মান আছে, দ্বীনদারিতা আছে, আত্মত্যাগ জানে, মানুষের ভালোবাসা অর্জনের কাজ করে তাদের অনুসরণ করতে হবে। মানসিক পরিতৃপ্তির চেয়ে বড় সুখ কিছুতে নাই। যত ছোট থাকি এবং যত বড় হই-মানবিক মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত থাকুক। সুখের চেয়ে বড় সফলতা কিছুতে নাই। অল্পে তুষ্ট হতে পারলেই সুখী হওয়া যাবে। কলাম লেখক, [email protected]