বৃহস্পতিবর, ২৮ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১১ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর- ৪ আসন বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাহেব আলীকে পিটিয়ে আহত করেছে আ.লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গত রোববার নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ নিজেও স্বতন্ত্র প্রার্থী তিন বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও তার সমর্থক সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হকসহ যারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে পৃথিবী থেকে শেষ করে দেয়ার হুমকি প্রদান করেন। ওই হুমকির ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপাড়া ইউনিয়নের রুহিয়া মামুদপুর মোড়ে অবস্থিত আতাউর রহমানের চা স্টলে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাহেব আলীর নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে কৃষকলীগের কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়। এ সময় আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের ১০-১২ জন সমর্থক হাতে পিস্তল ও লাঠিসোটা নিয়ে মোটর সাইকেলযোগে এসে হামলা চালায়। হামলাকারীরা সাহেব আলীকে পিটিয়ে মাথা ও কান ফাটিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেখানে কিভাবে নৌকা প্রতীকের ক্যাডার বাহিনীরা তার লোকজনের উপর হামলা চালাতে পারে। এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে আমাদের পক্ষে অভিযোগ দেওয়া হবে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বৃহস্পতিবার রাতে যুগান্তরকে বলেন, দুর্বৃত্তরা স্বতস্ত্র প্রার্থীর পক্ষের এক নেতাকে পিটিয়ে আহত করেছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রা/অ