রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৮ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
নির্বাচনের ৩-৪ দিন আগে জেলায় ব্যালট যাবে : ইসি সচিব

নির্বাচনের ৩-৪ দিন আগে জেলায় ব্যালট যাবে : ইসি সচিব

ডেস্ক রির্পোট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার ছাপানো হবে। নির্বাচনের তিন-চার দিন আগে ব্যালট পেপার জেলা পর্যায়ে চলে যাবে। তবে ভোটকেন্দ্রে ব্যালট পেপার কখন যাবে, এই বিষয় নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সরকারের জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার এবং তাঁদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন নিতে হবে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত যদি নিয়োগ-বদলি বা পদোন্নতি করা হয়ে থাকে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ। আজ (গতকাল) থেকে সেই পদমর্যাদার নিয়োগ-বদলি বা পদোন্নতির ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।’

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও গত বুধবার অনেকে ভোট প্রার্থনা ও প্রচারণা শুরু করেছেন, সাংবাদিকদের এমন তথ্যের জবাবে তিনি বলেন, ‘গতকাল (বুধবার) রাতে কী হয়েছে সেটা আমরা দেখিনি।
আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তাই এর কোনো উত্তরও আমরা দিতে পারছি না। নির্বাচন যেদিন হবে তার পূর্ববর্তী ২১ দিন অর্থাৎ প্রতীক বরাদ্দের আগে কখনোই নির্বাচনসংক্রান্ত প্রচার-প্রচারণা করা যাবে না।’
স্থানীয় জনপ্রতিনিধিরা ভোট করতে চাইলে তাঁরা কার কাছে পদত্যাগ করবেন, জানতে চাইলে সচিব বলেন, ‘আইনে বলে দেওয়া আছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা কার কাছে পদত্যাগ করবেন।

সুতরাং আমাদের আইন মোতাবেক জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি পদপ্রার্থী হতে চান তিনি সরকারের লাভজনক পদে থাকতে পারবেন না। আমরা স্থানীয় সরকারের সচিবকে বিষয়গুলো অবগত করেছি, তাঁরা চিঠি দিয়ে জানিয়ে দেবেন যে কোন পর্যায়ে কার কাছে কাকে পদত্যাগপত্র দিতে হবে।’

ডিসিরা রিটার্নিং অফিসার :
নির্বাচনে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। গতকাল নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব আতিয়ুর রহমানের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনার জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নির্বাচনী এলাকার জন্য বিভাগীয় কমিশনারদের এবং অন্যান্য নির্বাচনী এলাকার জন্য জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার জন্য এবং কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক, সিটি করপোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার, উপপরিচালক, স্থানীয় সরকার, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, উপজেলা বা থানা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।

রিটার্নিং অফিসারের প্রজ্ঞাপন জারির পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিধান জানিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসারের প্রজ্ঞাপন জারির পাশাপশি দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিধান জানিয়েছে নির্বাচন কমিশন।

বিধিমালায় বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ১২-এর উপধারা (ড) অনুযায়ী কম্পানির পরিচালক বা ফার্মের অংশীদার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোনো ঋণ বা তার কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলো কোন কোন এলাকায় ভোট পর্যবেক্ষণের জন্য কাজ করবে, তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এসংক্রান্ত আবেদন আহবান করেন।

এদিকে কোধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করা হলে সেই জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের বরাদ্দ দেওয়া যাবে। এই ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দিতে হবে। তাই আগামী ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনী এই জোটগুলোকে নির্বাচন কমিশন বরাবর দরখাস্ত দাখিলের জন্য অনুরোধ জানানো হচ্ছে। সূত্র : কালেরকণ্ঠ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.