রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৯ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী অবরোধ ও নাশকতার প্রতিবাদে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার (১২ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের মানুষ নাশকতাকে কখনোই সমর্থন করেনা। একারণে তারা আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতাকেও ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। তারা অবরোধের নামে যে দেশ বিরোধী কর্মসূচি দিয়েছে তাকেও প্রত্যাখ্যান করেছে।
বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে রোববার সকালে নগরীর লক্ষীপুর এলাকায় আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে লক্ষীপুর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে আসাদ বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে কোনভাবেই সফল হতে না পারে সেজন্য প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হক কিচ্ছু, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুলা আল মামুন।
এছাড়াও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলি, আওয়ামী লীগ নেতা সুলতান আলী, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল,মোহনপুর উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি আহসান হাবিব রনিসহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ১০ টায় একই স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। রা/অ