শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:১১ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় ও শোক (কালো) পতাকা উত্তোলণ করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান সহ তাঁর স্বপরিবারকে হত্যার পর ঘাতকরা একই বছরের ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে। তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও প্রভাষক হাবিবুর রহমান। দিবসটি স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অপরদিকে, এদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। রা/অ