রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১২ pm

সংবাদ শিরোনাম ::
উপদেষ্টা তিনজন, দুজন পাচ্ছেন প্রতিমন্ত্রী মর্যাদা চারঘাটে রাসেল ভাইপার সাপ নিয়ে রামেক হাসপাতালে কৃষক শাহিনুর নাচোলে শিক্ষার্থী অপহরণের মাস্টারমাইন্ড ইউনিয়ন আ.লীগ নেতা ফিরোজ মেম্বার আটক আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কেশরহাটে ওএমএস ডিলার নিয়োগ স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ ইসলামে সুদ খোরের ভয়ংকর শাস্তি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪ রাজশাহী জেলা যুবলীগ নেতা রনু ভারতে গ্রেপ্তার বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি
রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ দুজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি হয়ে আরও ২০৮ জন চিকিৎসাধীন। রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম বুলবুলি বেগম (৩৫)। তিনি পেশায় গৃহিণী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। অপরজনের নাম আম্বিয়া খাতুন (৬৫)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

রামেক হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ বুলবুলি বেগমের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। রোগী চার দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। তার পেটে ব্যথা ও বমি বমি ভাব ছিল। অবস্থা গুরুতর হওয়ার পর গত ২৩ অক্টোবর সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে (ডেঙ্গু ওয়ার্ড) ভর্তি করা হয়েছিল। এরপর রোগীর অবস্থা আরও সংকটজনক হওয়ায় তাকে ২৪ অক্টোবর রাতে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত বুলবুলি বেগমের মৃত্যু হয়।

এছাড়া ডেঙ্গুরোগী আম্বিয়া খাতুনেরও কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এ রোগী পাঁচ দিন ধরে তীব্র জ্বর, অ্যানোরেক্সিয়া, বমি ও মাথা ব্যথায় ভুগছিলেন। তাকে গত ২৩ অক্টোবর রাতে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু ওই রোগী শনিবার রাতে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক জানান, এ নিয়ে এ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে আরও ২১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিন হাজার ৪০৫ জন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.