রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৫ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে অসামাজিক কাজের দায়ে এক গাঁজা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির দমদমার বিল নামক স্থানে এই ঘটনা ঘটে।
পরদিন সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের ভ্রাম্যমান আদালতে থানাপুলিশ হাজির করেন। বিজ্ঞ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
আটক ব্যক্তি হলেন- মাসুদ রানা (৪৫)। তিনি উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির শিবনা দমদমা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আফসার আলী। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বেড়াবাড়ী ডাংপাড়া এলাকার জৈনক এক নারীর সাথে কুসম্পর্ক গড়ে উঠে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী মাসুদ রানার। সেই সুবাদে মোবাইলে যোগাযোগ করে তারা দমদমা বিল নামক স্থানে মিলিত হয়ে সেখানে অসামাজিক কাজে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে তাদের ধরে পুলিশে খবর দেয়। কিন্তু এর আগেই কৌশলে সটকে পরে ওই নারী।
পরে ওসির নির্দেশে পুলিশের এসআই আলতাব ও জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে জনতার হাতে আটক মাসুদ রানাকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। রা/অ